MD. JASHIM UDDIN(Founder, Director & Headmaster)
Welcome to Abu Taher Cadet School and College, an educational institute founded and administered by the Congregation of Holy Cross which has been serving the nation with a long standing tradition of excellence in academics, the Science, Business and Arts. Education is considered to be the core instrument of human development. Our objective at Abu Taher Cadet School & College is the harmonious development of the intellctual, physical, social, moral and spiritual faculties of the students. কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশে আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আহরণ করছে। এ ক্ষেত্রে শিক্ষাই আমাদের মূল মন্ত্র। আমরা দূঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্যে হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদের কে সৃজনশীল , স্বাধীন, স্বক্রিয়, এবং দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে তোলা। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির মাধ্যেমে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবি করি "আবু তাহের ক্যাডেট স্কুল এন্ড কলেজ" এ সব কিছু সমন্বয় ঘটানো সম্ভব হবে।
শুভেচ্ছান্তে-
মোঃ জসিম উদ্দিন
প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক
আবু তাহের ক্যাডেট স্কুল এন্ড কলেজ