Breaking News
বার্ষিক শিক্ষাসফর

 

আসসালামু আলাইকুম,আন্তরিকতার সাথে জানানো যাইতেছে যে, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য বিদ্যালয়ের বার্ষিক শিক্ষাসফর – ২০২২ ইং উপলক্ষে আগামী ২৬ শে মার্চ রোজ শনিবার ঢাকার অদূরে ধামরাইয়ের প্রানকেন্দ্রে আলাদিনস পার্কে সারাদিন ব্যাপী শিক্ষাভিত্তিক একটি শিক্ষা সফরের আয়োজন করা হইয়াছে। উক্ত বার্ষিক শিক্ষাসফরে  আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২৬ শে মার্চ শনিবার  বিদ্যালয়ে হতে বাস (টিউলিপ, অর্কিড, এস্টার, ইক্সোরা, ম্যাগ্নোলিয়া, ড্যাফোডিল) প্রস্থান করবে সকাল ৬.৩০ টায় এবং বিদ্যালয়ে আগমন করবে রাত ৮.০০ টায় ।

ধন্যবাদ

 

Latest News